মানব কল্যাণ ট্রাস্ট
পরিচালকদের বানী
প্রতিষ্ঠাতা পরিচালক সাহেবের একান্ত কিছু কথা
আমি সুদীর্ঘ ২৭ বছর ধরে অক্লান্ত পরিশ্রম, সময় ও শ্রম দিয়ে দেশের সকল শ্রেণীর প্রতিবন্ধীদের কল্যাণে সংগ্রাম করে আসছি, ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছি, ধৈর্যের পরীক্ষা দিয়েছি, দিবারাত্রি পরিশ্রম করেছি, মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, অটিস্টিক শিশুদের কোলে তুলে নিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, মানুষকে ডেকেছি প্রতিবন্ধীদের কল্যাণ কামনায়। বলতে কি প্রতিবন্ধীদের কল্যাণে টাকা অর্থ নয়, দান করেছি আমার মেধা ও শ্রম। পরিবারের দিকে তাকাইনি প্রতিবন্ধীদের কথা শোনা মাত্র ছুটে গিয়েছি, সেখানে তাদের পুনর্বাসনের ঘোষণা দিয়ে এসেছি। সাদামাটা জীবন পছন্দ করে পরিবারের সদস্যদের বাদ দিয়ে প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণে সর্বদাই এগিয়ে চলেছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি কোনদিন ভাতা নেইনি। সফরে এক কাপ চা ও খাইনি। নিজস্ব পেনশন দিয়েই চলেছি।