প্রতিষ্ঠাতা পরিচালক

মোঃ আবুল হোসেন

বি.কম অনার্স, এম.কম (হিসাববিজ্ঞান), প্রাক্তন বিভাগীয় চেয়ারম্যান (অবঃ), হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।

মানব কল্যাণ ট্রাস্ট সংক্ষিপ্ত পরিচিতি

মানব কল্যাণ ট্রাস্ট সিংগা পাবনা। স্থাপিত: ১৯৯৪। অবস্থান: পাবনা শহরের বাইপাস সড়ক সংলগ্ন সিংগা এলাকায়। এটি একটি সামাজিক প্রতিষ্ঠান। এটি সমাজের সকল অবহেলিত মানুষের ঠিকানা, আশ্রয়স্থল।

লক্ষ্য ও উদ্দেশ্য

এককথায় সমাজের সর্বস্তরের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ব্যথায় ব্যথিত হওয়া, সম্ভাব্য আর্থিক সহায়তা সহ সব ধরনের কল্যাণ কামনা।

শিক্ষার ধরন

সাধারণ শিক্ষার পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের ব্রেইল পদ্ধতিতে লেখাপড়ার সুযোগ আছে। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্ররা ব্রেইল পদ্ধতিতে কায়দা ও কোরআন শরীফ পড়ে।

ভবিষ্যৎ পরিকল্পনা

সামাজিক সকল অসহায় ও হতদরিদ্র ব্যাক্তিদের পাশে থেকে তাদের জীবন ব্যবস্থা আরো উন্নত করা ই আমাদের উদ্দেশ্য। পাবনা জেলার বাইরেও আমাদের সেবা প্রদান।

একান্ত কিছু কথা

আমি সুদীর্ঘ ২৭ বছর ধরে অক্লান্ত পরিশ্রম, সময় ও শ্রম দিয়ে দেশের সকল শ্রেণীর প্রতিবন্ধীদের কল্যাণে সংগ্রাম করে আসছি, ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছি, ধৈর্যের পরীক্ষা দিয়েছি, দিবারাত্রি পরিশ্রম করেছি, মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, অটিস্টিক শিশুদের কোলে তুলে নিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, মানুষকে ডেকেছি প্রতিবন্ধীদের কল্যাণ কামনায়। বলতে কি প্রতিবন্ধীদের কল্যাণে টাকা অর্থ নয়, দান করেছি আমার মেধা ও শ্রম। পরিবারের দিকে তাকাইনি প্রতিবন্ধীদের কথা শোনা মাত্র ছুটে গিয়েছি, সেখানে তাদের পুনর্বাসনের ঘোষণা দিয়ে এসেছি। সাদামাটা জীবন পছন্দ করে পরিবারের সদস্যদের বাদ দিয়ে প্রতিবন্ধীদের স্বপ্ন পূরণে সর্বদাই এগিয়ে চলেছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি কোনদিন ভাতা নেইনি। সফরে এক কাপ চা ও খাইনি। নিজস্ব পেনশন দিয়েই চলেছি। 

আমাদের কার্যক্রম সমূহ

০১.

শীত মৌসুমে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ।

০২.

অতিরিক্ত ওজন বা মেদ যুক্ত হতদরিদ্র শিশুদের চিকিৎসার ব্যবস্থাকরণ।

০৩.

হতদরিদ্র শিশুদের শিশু শ্রম বন্ধ করে শিক্ষায় ফিরিয়ে আনা

০৪.

করোনা কালীন সময়ে পথ শিশুদের বাড়িতে রেখে লেখাপড়ার ব্যবস্থা নিশ্চিতকরণ।

০৫.

আগুনে ঝলসে যাওয়া বা দুর্ঘটনায় আক্রান্ত হত দরিদ্র শিশুদের চিকিৎসার ব্যবস্থাকরণ।

০৬.

প্রতিবন্ধী ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তির পরিবর্তে কর্মের মাধ্যমে পুনর্বাসন করা।

নোটিশ/বিজ্ঞপ্তি

ফটোগ্যালারি

Scroll to Top